নিজস্ব প্রতিবেদক : নওগাঁ জেলায় আজ সাংবাদিকদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম জাকির হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন প্রমুখ রাখেন। অনুষ্ঠানে জেলার সদর, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার মোট ২৬ জন সাংবাদিককে জনপ্রতি দশহাজার টাকা করে মোট দুইলাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।