ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ভুবেনশ্বর শাখা নদের খাল খননকার্য গত দু’দিন ধরে স্থগিত থাকার পর গত বৃহস্পতিবার বিকেলে কৃষকদের সাথে সমঝোতার বৈঠক করেছেন সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা। বৈঠকে ওই খাল খননের ফলে ক্ষতিগ্রস্থ শতাধিক কৃষক উপস্থিত হয়ে নিজেদের ক্ষতিপূরন দাবী করেন। সংশ্লিষ্ট ফরিদপুর পাউবো কৃষকেদর ক্ষতিপূরনের দাবী ঊর্ধ্বতন মহলে প্রস্তাবনা পাঠাবেন বলে আশ্বাস দেন। এ সমঝোতা বৈঠকের সভাপতিত্ব করেন ফরিদপুর পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম। বৈঠকে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী সহ প্রকল্প সাব-ঠিকাদার মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন। এতে উপস্থিত কৃষকদের দাবী দাওয়া তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জমি মালিক মোঃ মাজেদুল ইসলাম, মোঃ শহীদুল ইসলাম, মোঃ সেলিম মিয়া ও হারুনার রশিদ প্রমূখ। বক্তারা জানায়, খননকৃত খালের অংশ সহ পার এলাকার ফসলী জমি কৃষকদের রেকর্ডীয় ও দলিলি সম্পত্তি। খাল খননের ফলে উত্তোলিত মাটির ডিবি পার এলাকায় ফেলে রাখার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে ফসলী মাঠ। এতে ওই নদী তীরবর্তি এলাকার জমি মালিকরা গত ২৯ জানুয়ারী হাইকোর্টে রিটপিটিশন দাখিল করলে বিজ্ঞ বিচারক এফ আরএম নাজমূল আহসান ও কেএম কামরুল কাদেরের যুগ্ন বেঞ্জ ক্ষতিগ্রস্থ কৃষকদের রীট আবেদন মঞ্জুর করেন। রীপ পিটিশন নং-১০৯৪/২০২০। বিজ্ঞ আদালত কৃষকদের সাথে পরামর্শ ও সমন্বয়ের জন্য প্রকল্প সংশ্লিষ্টদের আগামী এক মাস সময় নির্ধারন করে দিয়েছেন। সেই সুবাদে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে পরামর্শ ও সমন্বয় বৈঠক করেছেন ফরিদপুর পাউবো। বৈঠক শেষে ফরিদপুর পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম কৃষকদের দাবী দাওয়া শুনে তাদের ক্ষতিপূরনের জন্য ঊর্ধ্বতন মহলে প্রস্তাবনা পাঠাবেন বলে আশ্বাস দেন।