3rd, June, 2023, 1:13 am

শ্রীঘরে গেলো সেই এখলাস মোল্লার কথিত ভাগিনা রাজ

নিজস্ব প্রতিনিধি : রাজধানী ঢাকা মিরপুর ১৬ আসনের প্রিয় মুখ আলহাজ্ব এখলাস মোল্লার ভাইগনা পরিচয় দিয়ে চলাফেরা করা বেপরোয়া রাজের দাপটে অসহায় হয়ে পড়েছিল খোদ তার নিজ পরিবারসহ এলাকাবাসী সবাই। ক্ষমতার দাপট দেখিয়ে রাজ লুটে নেন তার স্ত্রী ও শ্যালকদের প্রায় কুড়ি লক্ষ টাকা। স্ত্রীর পরিবারের টাকা নিয়ে বিভিন্ন মেয়েদের নিয়ে ফুর্তি করাটাই যেন তার নেশা হয়ে দাড়ায়। টাকার ফুরিয়ে গেলে আবার টাকার জন্য চাপ দিতে স্ত্রীকে। চলতে থাকে স্ত্রীর উপর নির্মম নির্যাতন। রাজ ও তার পরিবারের সকল সদস্যরা টাকার দাবিতে প্রতিদিন আসমা আক্তারের উপর নির্যাতন করতে থাকে। সর্বশেষ গত পনেরো জুন রাজ ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে বেদম প্রহার করলে আসমা আক্তার গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের সহযোগীতায় আসমা আক্তার হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ৩০ জুন পল্লবী থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পল্লবী থানার চৌকস সাব ইন্সেপেক্টর রহিম রাজের বাসা থেকে রাজকে গ্রেফতার করে। এস আই রহিম বলেন অভিযোগের সত্যতা যাচাই করে তাকে গ্রেফতার করা হয় এ সময় সে নিজেকে এখলাস মোল্লার ভাগিনা পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে। আইনী প্রক্রিয়ায় তার নামে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়। রাজের স্ত্রী আসমা আক্তার বলেন অত্যাচার সইতে না পেরে বারবার আমার পরিবারের নিকট হতে তাকে লক্ষ লক্ষ টাকা এনে দিয়েছি। আমার ভাইয়ের জমি কেনার টাকা ও আরেক ভাইকে বিদেশ পাঠানোর কথা বলে আমার স্বামী রাজ আরো টাকা আৎসাত করেছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please