মোঃ জাফর : রাজধানীর শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাস লাইনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। শুক্রবার (২৬ জুন) ভোর ৪টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাসের লাইনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। ভোররাত থেকে জ্বলতে শুরু করে এ আগুন। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করায় আগুন ছড়াতে পারেনি আশপাশের বাসা বাড়িতে। কিন্তু আগুন নেভাতে বিলম্ব হওয়ায় আতঙ্ক আর শঙ্কা ছিল বাসিন্দাদের মনে। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার ইকবাল রোডে ওয়াসার সংস্কার কাজ চলছিল বহুদিন ধরে। আর এ কাজ করতে গিয়েই তিতাসের সংযোগ পাইপ ফেটে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসলেও আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে তাদের। ঘণ্টা দুয়েক পর তিতাস সঞ্চালন বন্ধ করলেও জমে থাকা গ্যাসের কারণে আগুন নেভাতে দেরি হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ঢাকা উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল বাশার জানান, চারটা লাইন খুলে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি যাতে আগুন না বের হয়। আগুন বন্ধ করেছি কিন্তু গ্যাস লাইন থেকে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে। গ্যাস শেষ না হওয়া পর্যন্ত এটা থাকবে। ফায়ার সার্ভিসের সঙ্গে অগ্নি নির্বাপনে যুক্ত হওয়া এলাকাবাসী জানান, এর আগে এ লাইনে বেশ কয়েকবার আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি তিতাসকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি। এলাকাবাসী জানায়, আমরা শুরু থেকেই বলছি আপনার গ্যাসের লাইন আগে বন্ধ করেন। এর আগেও বেশ কয়েকবার গ্যাসের লাইন লিক হয়েছিলো, কিন্তু কখনোই কেয়ার নেয়নি। আগুন লাগার পুরো সময়েই তিতাস কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি ঘটনাস্থলে।