নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এ্যথলেটিকস ফেডারেশন আয়োজিত শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার নড়াইল জেলা পর্ব শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সকালে স্থানীয় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
জেলার বিভিন্ন উপজেলা থেকে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগি মোট ১৬টি ইভেন্টে অংশগ্রহন করছে। সরকারি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।