মোঃ রাশেদ : ছোট্ট মাসুম বাচ্চা। অথচ তাকে মৃত্যু যেন ক্ষনে ক্ষনেই চোখ রাঙ্গানি দেখিয়ে যাচ্ছে। মরন ব্যাধি ব্লাড ক্যান্সার যে বাসা বেধেছে তার শরীরে।ছেলেটার পারিবারিক অবস্থাও তেমন ভালো না।ক্যান্সারের চিকিৎসাও ব্যায়বহুল।পরিবার যতটুকু সম্ভব করেছে। এখন অবস্থা এমন যে আর্থিক কারণে তার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম। তাহলে কি শুধু টাকার জন্যই নিভে যাবে ফুলের মত সুন্দর নিস্পাপ একটা শিশুর জীবন তাও আবার এত সকালেই? না এটা হওয়াটা সত্যি অমানবিক। সবাই একটু পাশে দাড়ালে হয়তো তার যথাযথ চিকিৎসা সম্ভব। ওর নাম জায়েদ। সে বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে ডি ব্লকে ৩০৭ নং রুমে চিকিৎসারত অবস্তায় আছে। ডাক্তার জানিয়েছেন তার চিকিৎসায় ১০/১২ লাখ টাকা খরচ হতে পারে। সে বাঁচতে চায়।যদি কেউ তার চিকিৎসায় সাহায্য করতে চান তাহলে তার বাবার পারসোনাল বিকাশ নং এ পাঠাতে পারেন।
বিকাশ (রুগীর বাবার নাম্বার) ০১৮৩৫-৫০১৯১৫
আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুন