31st, May, 2023, 12:22 am

শীর্ষ চারের লড়াইয়ে ফেরার পথ খুঁজে পেল টটেনহ্যাম

ডেস্ক নিউজ : স্টেভেন বার্গুইনের অভিষেক গোলে ১০ জনের ম্যানচেস্টার সিটির বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার্স। প্রিমিয়ার লীগে রোববার ২-০ গোলের ওই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ চারে ফেরার চ্যালেঞ্জ গ্রহনের জন্য নতুন করে দম নেয়ার সুযোগ পেল স্পার্সরা। ম্যাচের প্রথম এক ঘন্টা একেবারেই কোণঠাসা হয়ে পড়েছিল হোসে মরিনহোর শিষ্যরা। তারপরও সিটির সুযোগের অপব্যয় ও প্রথমার্ধে ইলকি গুন্ডগানের নেয়া পেনাল্টি ঠেকিয়ে দিয়ে গোল রক্ষক হুগো লরিস স্পার্স দলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন। তবে লাল কার্ড নিয়ে অলেক্সান্ডার জিনচেংকোর বিদায়ের পর পাল্টে যায় খেলার চেহারা। ওই সুযোগ কাজে লাগিয়ে টটেনহ্যামের হয়ে লক্ষ্য ভেদ করেন বার্গুইন ও সন হিউং-মিন। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে। তালিকার চতুর্থ স্থানে থাকা চেলসির চেয়ে এখন মাত্র চার পয়েন্টে পিছিয়ে রয়েছে স্পার্সরা। অপরদিকে লীগে সিটির ষষ্ঠ পরাজয়ে ২২ পয়েন্টের ব্যবধান নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ৩০ বছর পর প্রথম লীগ শিরোপা জয়ের অনেকটাই কাছে পৌঁছে গেছে লিভারপুল। খেলা শেষে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন,‘ লিভারপুল অপ্রতিরোধ্য। আর আমরা অনেক পয়েন্ট খুঁইয়েছি। যেমনটি এই ম্যাচেও ঘটল। এখানে বিবেচ্য হচ্ছে আপনি কতগুলো গোল করছেন এবং কতগুলো হজম করছেন। আমরা চেস্টা করেছি যতটুকু সম্ভব ভাল খেলার। আমি সব সময় বিশ্বাস করি আপনি যদি বেশী সুযোগ সৃস্টি করেন এবং কম গোল হজম করেন তাহলে জয়ের দ্বারপ্রান্তে থাকবেন। এই মৌসুমে এমনটা অনেকবার ঘটেছে। আর আমরা তা মেনেও নিয়েছি। এটি ছিল হোসে মরিনহো ও পেপ গার্দিওলার মুখোমুখি হওয়া ২৩ ম্যাচের সর্বশেষটি। যেখানে পুর্তগীজ কোচ স্পার্সদের গভীরে চলে গেলেন। প্রথমার্ধে চ্যাম্পিয়ন সিটি বেশ কটি গোলের সুযোগ হাতছাড়া না করলে স্পার্সদের হয়তো সংকটে পড়ে যেতে হতো। এদিকে সিটি আরো আগেই ১০ জনের দলে পরিণত হতো বলে মনে করে টটেনহ্যাম। রাহিম স্টার্লিং ইংলিশ আন্তর্জাতিক ডেলে আলীকে অবৈধ বাঁধা দিয়ে ভাগ্যগুনে বেঁচে গেছেন বলে মনে করেন তারা। মরিনহো বলেন,‘ আমি ভেবেছিলাম ভিএআর প্রযুক্তিকে আমি পছন্দ করব। একই কারণে গোল লাইন প্রযুক্তিকেও। কিন্তু ভিএআর প্রযুক্তিতে অনেক ত্রুটি রয়েছে। তবে এটি আমার ম্যাচ জয়ের তৃপ্তিবোধ কেড়ে নিতে পারেনি। ম্যাচের ৬৩ মিনিটে লুকাস মাওরার যোগান থেকে বল পেয়ে লক্ষ্য ভেদ করেন স্পার্সে অভিষিক্ত স্টেভেন বার্গুইন। এই সপ্তাহেই যোগ দেয়া এই তারকা লুকাসের ক্রসের বলটি বুক দিয়ে রিসিভ করে ভলিতে গোল করেন (১-০)। যে গোলের মাধ্যমে নিজের অভিষেককে স্বপ্নময় করে নিয়েছেন তিনি। ৭১ মিনিটে ফরাসি মিডফিল্ডার টাঙ্গুই এনডাম্বেলের পাস থেকে বল নিয়ে চমৎকার নীচু শটে লক্ষ্য ভেদ করেন সন (২-০)। এর আগে ম্যাচের ৬০ মিনিটের সময় দ্বিতীয় হলুদকার্ড দেখে জিনচেংকো মাঠ ছাড়তে বাধ্য হলে ১০ জনের দলে পরিণত হয় সিটিজেনরা। খেলা শেষে বার্গুইন বলেন,‘ কম বয়সি হিসেবে আমি এখানে এসেছি এবং প্রিমিয়ার লীগ খেলতে পারছি। সুতরাং অভিষেক ম্যাচেই আমার এই গোল পাওয়াটা অকল্পনীয় ব্যাপার।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please