3rd, October, 2023, 6:19 am

শিলালিপি ও মুদ্রা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :  বাংলার সুলতানি আমলের শিলালিপি ও মুদ্রা বিষয়ক এক কর্মশালা গতকাল রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী কর্মশালায় দেশের প্রায় ৫০ জন শিক্ষক, গবেষক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গবেষণায় অংশগ্রহণকারীদের জন্য হাতে কলমে মুদ্রা ও শিলালিপির পাঠ পদ্ধতি শেখার সুযোগ সৃষ্টি করে এ ধরনের কর্মশালা বাংলাদেশে এটিই প্রথম। এশিয়াটিক সোসাইটির ফেলো ইতিহাসবিদ প্রফেসর ডক্টর আব্দুল মমিন চৌধুরী বলেন, এশিয়াটিক সোসাইটি আয়োজিত এ ধরনের কর্মাশালা অব্যাহত থাকলে বাংলাদেশে আমাদের ঐতিহ্য গবেষণায় একদল অভিজ্ঞ গবেষক তৈরি হবে, যা এখন সময়ের দাবি।

এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক খোন্দকার বজলুল হক কর্মশালা উদ্বোধন করেন। এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খানের পরিচালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এশিয়াটিক সোসাইটির গবেষণা ও সেমিনার কমিটির চেয়ারপারসন অধ্যাপক ড. হাফিজা খাতুন, অধ্যাপক খাদেমুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক শহিদুল হাসান। কর্মশালায় সুলতানি আমলের মুদ্রার পাঠোদ্ধার বিষয়ে মূল আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মোঃ শরিফুল ইসলাম। এপিগ্রাফি (শিলালিপি) বিষয়ে আলোচক ছিলেন ক্যালিগ্রাফার মোহাম্মদ আবদুর রহীম। এই উপমহাদেশে বিভিন্ন সময়ে প্রচলিত মুদ্রা সরাসরি প্রদর্শনের মাধ্যমে গ্রুপভিত্তিক সেশন পরিচালনা করেন তিনজন মুদ্রা বিশেষজ্ঞ।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please