21st, September, 2023, 11:48 pm

শিবপুরে দূর্বৃত্তের গুলিতে চেয়ারম্যান আহত

নিজস্ব প্রতিবেদক :  নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে গুলি করেছে দর্বৃত্তরা। আজ সকালে ফজরের নামাজ আদায় করে হাঁটা-হাঁটি করে বাসায় ফেরার সময় তার নিজ বাড়ির সিঁড়ি কোঠায় এ ঘটনা ঘটে। তার পরিবারের সদস্যরা জানায়, ফজরের নামাজ আদায় করে তিনি যখন বাড়ি ফিরছিলেন, এ সময় মোটরসাইকেল যোগে উঁৎপেতে থাকা দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please