31st, May, 2023, 12:31 am

শিক্ষা প্রতিষ্ঠানে পলিমার বেঞ্চ বিতরন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানে ৪৪৬ সেট পলিমার বেঞ্চ বিতরন করেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব বেঞ্চ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, উপজেলা প্রকৌশলী শামীম আখতার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেরাজুল ইসলামসহ ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, উপজেলায় শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রকল্পের আওতায় এসব হাই লো পলিমার বেঞ্চ তৈরীতে ব্যয় হয় প্রায় ২২ লাখ টাকা। এ সময় উপজেলা চেয়ারম্যান উপস্থিত লোকজনকে করোনাভাইরাসের সংক্রমন এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please