দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানে ৪৪৬ সেট পলিমার বেঞ্চ বিতরন করেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব বেঞ্চ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, উপজেলা প্রকৌশলী শামীম আখতার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেরাজুল ইসলামসহ ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, উপজেলায় শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রকল্পের আওতায় এসব হাই লো পলিমার বেঞ্চ তৈরীতে ব্যয় হয় প্রায় ২২ লাখ টাকা। এ সময় উপজেলা চেয়ারম্যান উপস্থিত লোকজনকে করোনাভাইরাসের সংক্রমন এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান।