নিজেস্ব প্রতিবেদক : শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্থিরচিত্র ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যায়, সেলফি নিচ্ছেন হৃদয় খান। তাতে ফ্রেমবন্দি হয়েছেনÑসংগীতশিল্পী বালাম, কৌশিক হোসেন তাপস, মেহরাব, আরেফিন রুমি, প্রতীক হাসানসহ অনেকে। হঠাৎ জনপ্রিয় এসব কণ্ঠশিল্পীরা কেন একত্র হয়েছিলেন? এ প্রশ্নের উত্তর জানতে খোঁজ নিয়ে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি মেডলি তৈরি করছে গানবাংলা টেলিভিশন। পাঁচ গানের সমন্বয়ে মেডলি তৈরি হচ্ছে। এই পাঁচ গানে কণ্ঠ দিয়েছেন দেশের শ্রোতাপ্রিয় একশত কণ্ঠশিল্পী। এরইমধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। আর এজন্য তারা একত্র হয়েছিলেন। ‘ধনধান্য পুষ্পভরা’, ‘শোনো একটি মুজিবুরের থেকে’, ‘বাজে তাকধুম তাকধুম’, ‘জয় বাংলা বাংলার জয়’ ও ‘আমরা করবো জয়’ শিরোনামের গান নিয়ে তৈরি হচ্ছে মেডলিটি। এই উদ্যোগটি হাতে নিয়েছেন গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৌশিক হোসেন তাপস। দেশের ৪৯০টি থানায় প্রজেক্টরের সাহায্যে একযোগে বিশেষ এই মেডলি প্রচার করা হবে বলেও জানা গেছে।
Leave a Reply