30th, May, 2023, 11:33 pm

লালমনিরহাটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আটজন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপিতে দুইজন ও পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকায় দুইজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার খন্দকার আলীর ছেলে জাহেদুল ইসলাম ও একই এলাকার জহির উদ্দিনের ছেলে রাকিব হোসেন মাছ ধরতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
একই সময় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির কালিবাড়ী দোলায় মাছ মারতে গিয়ে পূর্ব বেজগ্রাম এলাকার রমজান আলীর ছেলে মন্টু মিয়া ও আবদুল হামিদের ছেলে আতিক মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। এছাড়াও বজ্রপাতে পাটগ্রামের বাচ্চা মিয়া, সফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকার অন্তত আটজন আহত হয়েছেন। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please