শেরপুর প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ঘরে থাকার নির্দেশনা বাস্তবায়নে পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছে সেনাবাহিনী ও র্যাব। বিভিন্ন স্থানে মানুষকে সচেতন করতে টহল ও মাইকিং করছে তারা। সোমবার শেরপুরের নকলা উপজেলার সাপ্তাহিক হাটের দিনে সকাল থেকে র্যাবের টহল টিমের মাইকিং এর মাধ্যমে জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে সচেতনা বৃদ্ধি ও টহল করতে দেখা গেছে। এদিকে বসে নেই ইউএনও জাহিদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন। তারা জনগণকে সচেতন করার পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিনা প্রয়োজনে ঘুরাফেরা করা, সামাজিক দূরত্ব না মানায় জরিমানাও করে চলছে।