4th, October, 2023, 10:42 pm

রেডিও ধব্বনিতে মুখরিত উত্তরের ৩নং ওয়ার্ড

মীর আলাউদ্দিন : আবারো রেডিও ধব্বনিতে কেঁপে উঠলো ৩নং ওয়ার্ড। অনেক আগে থেকেই কাজী জহিরুল ইসলামের নির্বাচনী প্রচার মানেই হাজার হাজার মানুষের ঢল। শিশু, কিশোর, যুবক, যুবতী, বৃদ্ধ সবাই যেন মারিয়া হয়ে যায় তার নির্বাচনী প্রচারে অংশ নিতে। গত ১৬ই জানুয়ারী বিকেলে সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক নির্বাচনী প্রচারে নামবে শুনে তার কার্যালয়ের সামনে একে একে জড় হতে থাকে ওই ওয়ার্ডের বসবাসরত সকল শ্রেনী পেশার মানুষ । স্থানীয় সাধারণ জনগন থেকে শুরু করে  ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ, শ্রমিকলীগ, রিক্সাচালক, ভ্যান চালক, বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ী বাদ যায়নি কেউই । বিকেল ৪ টার মধ্যে লোকে লোকারন্য হয়ে যায় তার কার্যালয়ের আশেপাশে। মানুষের ভীড়ে বন্ধ হয়ে যায় তার কার্যালয়ের আশে পাশের রাস্তাঘাট। সেখানকার পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হতে দেখা যায় স্থানীয় থানা পুলিশকে। পুলিশ গণমানুষের ভীড় সামাল দিতে বেগ পেলে সাবেক এই কাউন্সিলর কাজী জহিরুল উসলাম মানিক মাইক নিয়ে রাস্তায় নেমে পরিস্থিতি নিজ নিয়ন্ত্রনে নিয়ে  সবাইকে পাশ্ববর্তী উদয়ন স্কুলে প্রবেশ করিয়ে দেন। সে সময় ওই রাস্তা দিয়ে মেয়র আতিক ও ওই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী জিন্নাত আলী মাতবরকে ২০/২৫ জনের বহর নিয়ে যেতে দেখা যায়। সে সময় কাউন্সিলর মানিক এর সমর্থকদের রেডিও শ্লোগানে মুখরিত পরিবেশ দেখে বেশ খানিকটা হতবাক হয়ে যায় মেয়র আতিক, এস এ মান্নান কচি, জিন্নাত আলী মাতবরসহ তার বহরের সবাই। ওই ওয়ার্ডের কয়েক হাজার মানুষ তার নির্বাচনী প্রচারে নামলে বন্ধ হয়ে যেতে থাকে রাস্তার গাড়ী চলাচল। জনদূভোর্গের কথা বিবেচনা করে যেসব রাস্তায় গাড়ীর চলাচল কম সেরকম রাস্তার মাত্র কয়েকটি গলিতে নির্বাচনী প্রচার চালিয়ে সবাইকে রেডিও মার্কার জন্য দোয়া করতে বলে বন্ধ করে দেন নির্বাচনী প্রচার।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please