3rd, October, 2023, 6:58 am

রাজাবাজার আরও ৭ দিন লকডাউন: মেয়র আতিক

রোকনুজ্জামান : রাজধানীতে করোনাভাইরাসের হটস্পট পূর্ব রাজাবাজারে আরও সাত দিন লকডাউন থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার এ তথ্য জানান তিনি। কোভিড ১৯-এর সংক্রমণরোধে ৯ জুন মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলক লকডাউন করা হয়। এ এলাকায় করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় ডিএনসিসি। প্রাথমিকভাবে পূর্ব রাজাবাজার ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছিল। তখন বলা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে লকডাউন বাড়িয়ে ২১ দিন করা হবে। এরই ধারাবাহিকতায় লকডাউন বাড়ানো হলো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লকডাউনের আগে এ এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ছিলেন ৩৯ জন। লকডাউনের পর এই কয়দিনে আরও অনেকে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার লকডাউনের ১৪ দিন শেষ হয়। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ডিএনসিসির পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরকে লকডাউন বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে বলা হয়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please