রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ২৩৭ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্তের মধ্যদিয়ে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। তবে এ বিভাগে আক্রান্তের সংখ্যা বাড়লেও গত ২৪ ঘন্টায় এ রোগে আক্রান্ত কেউ মারা যায়নি। সোমবার (১৫ জুন) পর্যন্ত রাজশাহী বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫০৮ জন। এদের মধ্যে বগুড়া জেলাতেই ১৮৬ জন। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ হাজার ৫০৮ জন। এর মধ্যে মারা গেছেন ৩০ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৫৬ জনসহ মোট সুস্থ্য ৫৩৭ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪০১ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১৮৬ জন রোগী সনাক্ত হয়েছে। আর নওগাঁয় ২২ ও রাজশাহীতে ৯ জন রোগী শনাক্ত হয়েছে। রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। আর পাবনার ল্যাবটি চালুর পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাবে মতে, রাজশাহী বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে বগুড়ায় ১ হাজার ৩৭৭ জনের। এছাড়া জয়পুরহাটে ২৩০, নওগাঁয় ২২০, সিরাজগঞ্জে ১৮৩, পাবনায় ২০১, রাজশাহীতে ১৩৬, নাটোরে ৮১ এবং চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন। এখন পর্যন্ত এ বিভাগে করোনা রোগী সুস্থ হয়েছেন- বগুড়ায় ১৩১ জন, রাজশাহীতে ৩৩, চাঁপাইনবাবগঞ্জে ৪৭, নওগাঁয় ১২৮, নাটোরে ৪৭, জয়পুরহাটে ১১৭, সিরাজগঞ্জে ১৬ এবং পাবনায় ১৮ জন। স্বাস্থ্য বিভাগের হিসাব মতে রাজশাহী বিভাগে করোনায় প্রাণ গেছে ৩০ জনের।