2nd, June, 2023, 7:48 pm

রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাই পৌরসভার মূলগ্রামে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে জমিতে বোরো ধানের চারা রোপন উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সমকালীন চাষাবাদের আওতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে কালাই পৌরসভার মূলগ্রাম মাঠে জেলা কৃষি প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনের অনুষ্ঠানে কালাই উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার কৃষিবিদ মো.আসাদুজ্জামান, এসএপিপিও মো. ছালজারুল আলম এবং সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকগণ উপস্থিত ছিলেন। উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোঃ আসাদুজ্জামান বলেন, লেবার খরচ কম এবং সময় সাশ্রয়ী হওয়ায় কৃষকগন এ যন্ত্রের ব্যবহার বাড়াতে আগ্রহী। বর্তমানে কৃষিবান্ধব সরকার উন্নয়ন সহায়তার আওতায় কৃষকদেরকে কৃষিযন্ত্রপাতি ব্যবহারে উদ্বুদ্ধ করণের জন্য রাইস ট্রান্সপ্লান্টার, রিপার ও কম্বাইন হারভেস্টার বিতরণ করে আসছে। জেলা কৃষি প্রকৌশলী জনাব মোঃ সিরাজুল ইসলাম বলেন, এই যন্ত্রের মাধ্যমে এক লিটার পেট্রোল ব্যবহার করে ঘন্টায় এক বিঘা জমিতে লাইনে চারা রোপণ করা যায়। সে ক্ষেত্রে চালক ছাড়া বাড়তি লেবারের প্রয়োজন হয় না এবং যেহেতু ট্রে-তে বীজতলা তৈরি করা হয় তাতে করে চারাগুলো সুস্থ্য সবল অবস্থায় পাওয়া যায়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please