27th, March, 2023, 7:09 am

যেভাবে মাস্ক পরিষ্কার করবেন

ডেস্ক সংবাদ : করোনাভাইরাস নিয়ন্ত্রণে বারবার মাস্ক ব্যবহার করার নির্দেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও এই নির্দেশ দেয়া হয়েছে। তবে শুধু মাস্ক ব্যবহার করলেই হবে না তা পরিষ্কার রাখাটাও জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যারা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করছেন তা ব্যবহারের পর সেটি ফেলে দিতে হয়। কিন্তু এন ৯৫ বা কাপড়ের মাস্ক ব্যবহার করলে তা নিয়মিত পরিষ্কার করা জরুরি। যেভাবে মাস্ক পরিষ্কার করবেন-
১. বাড়ি ফিরে মাস্কে সরাসরি হাত দেবেন না। বরং দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে সেটা খুলুন। এরপর সেটি সাবান পানিতে ধুয়ে ফেলুন। এতে মাস্কটি জীবাণুমুক্ত হবে।
২. শুকিয়ে যাওয়ার পর মাস্কটি ইস্ত্রি করুন।
৩. ধোয়ার পর ফিতে বা দড়ির অংশটি আংটায় ঝুলিয়ে রাখুন রোদে। শুকানোর সময় মাস্কের মূল অংশে যেন ধুলোবালি না লাগে সেদিকে লক্ষ্য রাখুন।
৪. আরেকটি উপায়ে মাস্ক পরিষ্কার করতে পারেন। এজন্য পানি ফুটিয়ে তাতে লবণ দিন। এ বার ওই লবণ মেশানো গরম পানিতে মাস্কটি ফেলে ফুটিয়ে নিন। এতেও সেটি সহজেই জীবাণুমুক্ত হবে।
৫. এভাবে পরিষ্কার করলেও মাস্কটি কড়া রোদে শুকাতে হবে।
৬. আগেরবারের মতো ইস্ত্রিও করে নিতে হবে।
৭. কোনও ভাবেই ভেজা মাস্ক পরা যাবে। এতে সংক্রামিত হওয়ার ঝুঁকি বাড়ে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please