21st, September, 2023, 6:45 pm

মোটর সাইকেল চালকের ৩হাজার টাকা জরিমানা

সিংড়া প্রতিনিধি :  সরকারি আদেশ অমান্য করে বিনা প্রয়োজনে সিংড়ার চলনবিল গেট এলাকায় মোটর সাইকেলে ঘোড়াঘুড়ি ও হেলমেট, মাস্ক না থাকায় আবু সাঈদ, আকরাম ও রাকিব হোসেন নামের ৩ মোটর সাইকেল চালকের ৩ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম। মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধে সিংড়া ও কালিগঞ্জ বাজারে অভিযানে নামেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম। এসময় হ্যান্ড মাইকে জন সাধারণকে অযথা বাজারে আড্ডা না দিতে অনুরোধ করেন তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সকলকে বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে। এরপরও গাদাগাদি করে অনেকেই মোটর সাইকেলে ও মোড়ে মোড়ে আড্ডা দিচ্ছে। যেটা মোটেও শোভনীয় নয়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please