মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে গাঁজা ও নগদ টাকা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আবু সাঈদকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে শহরের হালদারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মেহেরপুর শহরের হালদারপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে আবু সাঈদ। মেহেরপুর সদর থানার ওসি শাহ মো: দ্বারা জানান,জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আবু সাঈদ গাঁজা নিয়ে তার বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআই ইকবাল হোসেন। এ সময় তার কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। সদর থানার এস আই ইকবাল হোসেন জানান,শীর্ষ মাদক ব্যবসায়ী আবু সাঈদের নামে মাদকের ১২ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।