শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড় এলাকার মানুষদের কামড়িয়ে নিহত ও আহত করার হিংস্র বন্য শুকরটিকে এলাকাবাসী মেরে ফেলেছে। রবিবার (৩ মে) সকাল ৯ টার দিকে জাল দিয়ে শুকরটিকে আটকানোর পর পিটিয়ে মেরে ফেলা হয়। বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। পুর্ব সমেশ্চুড়া গ্রামের শহিদুল ইসলাম জানান, রবিবার সকালে ইকোপার্ক এলাকায় বিজয় নামের এক যুবক পাহাড়ে লাকড়ি কুড়াতে গেলে বন্য শুকরটি তাকে আক্রমন করে। পরে তার ডাক চিৎকারে তাকে উদ্ধার করার পর ক্ষুব্ধ এলাকাবাসী জাল পেতে ওই বন্য শুকরটিকে আটক করে। এসময় জনতার গণ পিটুনীতে আহত হয়ে বন্য শুকরটি মারা যায়। উল্লেখ্য, গত ১২ এপ্রিল ইকোপার্কের ভিতরে গহীন জঙ্গলে লাকড়ী কুড়াতে গেলে আমেনা বেগম নামে এক মহিলা এই হিংস্র শুকরের কামড়ে নিহত হয়। এরপর কয়েকটি ধাপে ওই বন্য শুকরটি কামড়িয়ে সাত জনকে আহত করে।
Leave a Reply