30th, May, 2023, 11:05 pm

মুনতাকিনুর বিরুদ্ধে দূর্নিতির অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুনতাকিনুর রহমানের নানা অনিয়ম ও দূর্নিতির অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন প্রধান শিক্ষকের অভিযোগে প্রকাশ দৌলতপুরে মুনতাকিনুর রহমান যোগদানের পর থেকেই কথিত শিক্ষক নেতার সহযোগীতায় ২১৭ টি বিদ্যালয়ে বই পরিবহনের বরাদ্দ ১৪০০ টাকার স্থলে ৭০০ টাকা করে প্রদান করে। তার অফিস মেরামতের জন্য বরাদ্দ প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করে শিক্ষকদের বিল উত্তোলনের সময় হিসাব রক্ষন কর্মকর্তা কে দেয়ার নাম করে টাকা কর্তন। পি.এস.সি পরীক্ষার খাতা কেনার বরাদ্দ প্রতিটি টাকা পাঁচ টাকার স্থলে কম কম দামের নি¤œ মানের খাতা কিনেছে, পরীক্ষার প্রশ্নপত্র আনা জন্য পুলিশ কে দেওয়ার জন্য টাকা আত্মসাত, পরীক্ষা শেষে শিক্ষদের খাতা দেখার জন্য বরাদ্দ নাস্তার টাকা অত্মসাত করে। বিদ্যালয়ের পিয়নদের দিয়ে খাতা কাটিং পোডিং করানো হলে তাদের টাকা নাদিয়ে আত্মসাৎ করে। সীমান্ত বর্তা একটি বিদ্যালয়ের শিক্ষ কে দিয়ে ক্লাস বাদ দিয়ে শিক্ষা অফিসে কেরানীর কাজ করান হয় শিক্ষক সংকট সত্বেও। এ শিক্ষা কর্মকর্তা মুনতাকিনুর রহমান নিজেকে সৎ মানুষ হিসেবে দাবী করলেও তিনি দৌলতপুরে যোগদানের পর থেকেই নান অনিয়ম ও দূনিতি, অসৎ আচরণ অব্যহত রাখায় তার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা প্রহন ও অন্য এ বদলী দাবী করেছে ভুক্ত ভোগী শিক্ষক কর্মকর্তাগন। এদিকে তার অসৎ আচরনে শিক্ষক সহ অফিস ষ্টাফরাও অতিষ্ঠ হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please