নিজস্ব প্রতিনিধি : মিল্লাত ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুল্লির ছেলে বিকি হিরোইনসহ পল্লবী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। জানা যায়, গোটা মিল্লাত ক্যাম্পে হিরোইন,গাঁজা ও ইয়াবার রমরমা ব্যবসা করে বুল্লি ও তার ভাই কালা পাপ্পু। মূলত তাদের শেল্টারেই বিকি মাদক ব্যবসা পরিচালনা করতেন। স্থানীয় বাসিন্দার জানান, মাদক ব্যবসা করেই দ্রুত তাদের ভাগ্য পরিবর্তন করেছেন, গড়েছেন মিল্লাত ক্যাম্পে বেশ কয়েকটি বাড়ি। এ বিষয়ে পল্লবী থানার এসআই আনোয়ার জানান, গতকাল হিরোইনসহ ৩ জনকে আটক করা হয়েছিল তাদের মধ্যে বিকিও ছিল। তাদের হিরোইন মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
কালা পাপ্পু