6th, June, 2023, 2:33 pm

মিরপুরে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

মিরপুর প্রতিনিধি :  রাজধানী মিরপুর পল্লবী ১২ নম্বর সেকশনের ৬ তলা বিশিষ্ট একটি ভবনের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার  বেলা ১২টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পল্লবী ১২ নম্বর সেকশনের ৩ নম্বর রোডের একটি ভবনের ছাদ থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। রশি দিয়ে টার হাত-পা বাঁধা ছিল। এছাড়া মুখেও ওড়না ঢোকানো ছিল। তিনি আরও জানান, ভবনটি ৫তলা পর্যন্ত সম্পূর্ণ। উপরের এক তলায় নির্মাণকাজ চলছে। তাৎক্ষণিকভাবে মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের পরে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please