নিজেস্ব প্রতিনিধি : মা’কে চিকিৎসা করাতে পারলেন না চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক! মা’য়ের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর বিপাকে পড়তে হয় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরকে। চট্টগ্রামের কোনো হাসপাতাল কিডনি ডায়ালাসিস করতে রাজি না হওয়ায় শুক্রবার রাতে অসুস্থ মাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়েন তিনি। চট্টগ্রামে মায়ের চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত ঢাকায় চলে আসতে হলো্। তিনি বলেন, “আমি নিজে কাউকে বলিনি। সিভিল সার্জনকে দিয়ে চট্টগ্রামের ডায়ালাইসিস সুবিধা সম্বলিত হাসপাতালগুলোতে অনুরোধ করা হয়েছিল। তারা কেউ রাজি হলো না।” – গনমাধ্যমকে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
চট্টগ্রামে করোনা-আক্রান্ত মায়ের কিডনি ডায়ালাইসিসে ব্যর্থ হয়ে মুমূর্ষু মাকে নিয়ে শেষপর্যন্ত চট্টগ্রাম ছাড়তেই বাধ্য হলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।