30th, May, 2023, 11:27 pm

ভ্যাট দিয়ে সরকারকে সহযোগিতা করুন – প্রতিমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক : সাধারণ জনগণকে ভ্যাট প্রদানে উৎসাহ প্রদান করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, দেশের উন্নয়ন চাইলে ভ্যাট দিয়ে সরকারকে সহযোগিতা করুন। জাতীয় ভ্যাট দিবসে যশোর ভ্যাট কমিশনারেট মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই সেমিনারের আয়োজন করে। ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজী পার্ক, যশোরে মূল্য সংযোজন কর বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশ উন্নয়নের ধারায় চলছে। জনগণকে বুঝাতে হবে, আপনাদের ট্যাক্সের টাকায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। জনগণ যদি বুঝতে পারে তাহলে তারা স্বতস্ফুর্তভাবে কর প্রদানে উৎসাহিত হবে এবং দেশে উন্নয়ন অগ্রযাত্রা বৃদ্ধি পাবে। তাছাড়া দেশের মানুষ যদি সচেতন হয়ে ভ্যাট প্রদান করে তাহলে ২০৪১ সাল নয়, এর আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম, আন্দোলন সর্বশেষ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। তাই দেশ কিভাবে চলবে, কিভাবে উন্নয়ন হবে, কিভাবে কর আদায় হবে, বাজেট কিভাবে চলবে সমস্ত কিছু বাস্তবায়ন ও পরিচালনা করার অধিকার এ জাতি স্বাধীনতার মাধ্যমে অর্জন করেছে। গত দশ বছরে রাজস্ব বিভাগ আয়কর আহরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ফলে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। এমন একটা সময় ছিল যখন মানুষ রাজস্ব বিভাগের কর্মকর্তাদের দেখলে ভয় পেত। বর্তমানে সাধারণ মানুষ আয়কর বা ভ্যাট দিতে উৎসাহ বোধ করছে। এদিকে আয়কর ও ভ্যাট আহৃত দপ্তরগুলোকে আধুনিকায়ন করা জরুরী। অটোমেশনের মাধ্যমে যদি ভ্যাট আদায় করা হয় তবে আশা করি ভ্যাট আদায় বৃদ্ধি পাবে। কারণ অটোমেশন পূর্নাঙ্গভাবে করতে পারলে ভ্যাট ও ট্যাক্সের সঠিক হিসাব পাওয়া যাবে। অনুষ্ঠানে যশোর ভ্যাট কমিশনারেটের অধীন ২১ প্রতিষ্ঠানকে জেলা পর্যায়ের সর্বোচ্চ করদাতার সম্মাননা প্রদান করা হয়। এ সময় যশোর কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নাবিল আহমেদ, এমপি যশোর-৩, তন্দ্রা ভট্টার্চায্য, সাধারণ সম্পাদক বাংলাদশে মহিলা পরিষদ যশোর, মোহাম্মদ শফিউল আরিফ জেলা প্রশাসক যশোর ,মঈনুল হক পুলিশ সুপার, যশোর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please