31st, March, 2023, 9:50 am

ভোলা ও পিরোজপুরে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :  ভোলা ও পিরোজপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। দিকদর্শনের সংবাদদাতা জানান, বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, সবার আগে আমাদের জনগণের স্বার্থ দেখতে হবে। সরকারের সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করতে হবে। সমন্বিত কর্মপরিকল্পনা থাকলে পিছিয়ে পড়ার কোন কারণ নেই। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের উপর জোর দেন তিনি। এ ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম জোরদারকরণে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান।

সভায় জেলা পুলিশ সুপার মো সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. লোকমান হাকিম, জেলা গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ. এস মুসা, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে নির্বাহী প্রকৌশলী এলজিইডি মো. আব্দুস সত্তার, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ মো. তানভীর আহমেদ, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড মাহবুবে মাওলা মো. মেহেদী হাসান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলরাম কুমার মন্ডল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আলিম গাজীসহ সকল নির্বাহী প্রকৌশলীগণ, সকল উপজেলা নির্বাহী অফিসারগণসহ জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতালের নির্মাণ কাজ আগামী জুনে সমাপ্ত হবে। এছাড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান- বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ৮ম চীন বাংলাদেশ মৈত্রী সেতুর নিচের অংশের উভয় পাশে লাইটিং করা এবং সেতুর উপরে বৈদ্যুতিক পোস্ট সমূহের লাইটিং করার কাজ দ্রুত এগিয়ে চলেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান ভান্ডারিয়া- মঠবাড়িয়া উপজেলায় পোল্ডার নির্মাণ প্রকল্পের আওতায় ৫৯ দশমিক ২৫ কিলোমিটার নতুন বেড়ীবাঁধ নির্মাণ কাজের লক্ষ্যে ৯৫ কোটি টাকা ব্যয়ে ২৮৯ একর ভূমি অধিগ্রহণের কাজ এগিয়ে চলেছে। জেলা প্রশাসক নির্ধারিত সময়ে কাজের গুণগতমান বহাল রেখে সকল নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please