21st, September, 2023, 11:48 pm

বোরোর চারা রোপণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের চারা রোপণ অনুষ্ঠান করা হয়েছে। সোমবার দুপুরে শোল্লা ইউনিয়নের উলাইল চক এলাকায় এ অনুষ্ঠান করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন করেন। এতে এসএল-৮এইচ জাতের বুরো হাইব্রিড ধান সমলয় পদ্ধতিতে ৫০ একরের ব্লক প্রদর্শনীতে চারা রোপণ কর্মসূচি। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান। সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিসমত৷
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির প্রমুখ। উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাহাজউদ্দিন মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please