পঞ্চগড় প্রুতিনিধি : পঞ্চগড়ের বোদা বাজারে করোনা ভাইরাস সংক্রমন ও রমজান উপলক্ষে বেশি দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির দায়ে রোববার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে মোট ৩৩০০ টাকা জরিমানা করেছে পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক রমেশ চন্দ্র বর্মন এ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা নিবাপদ খাদ্য পরিদশক ছলিমুন বাড়ী সহ বোদা থানার এক দল পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানে অতিরিক্ত দামে কাপড়, মুড়ি, কাঁচা বাজারের আড়ত ও চাউলের দোকানে বিভিন্ন ধারায় ৩৩০০টাকা জরিমানা করা হয়।