22nd, September, 2023, 8:30 am

বোদায় বীজ বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি :  পঞ্চগড়ের বোদায় কৃষকদের মাঝে বিনামুল্যে অ্যারাইজ এজেড ৭০০৬ হাইব্রীড় ধান বীজ বিতরণ করা হয়েছে। বায়ার ক্রপসায়েন্স লি এর উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় গতকাল বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে চলতি আমন মৌসুমে উচ্চ ফলনশীল হাইব্রীড় ধানবীজ অ্যারাইজ এজেড ৭০০৬ এর বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আল মামুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আহম্মেদ রাশেদুন্নবী, কৃষিবিদ রকিবুল হাসান প্রামানিক, বায়ার ক্রপসায়েন্স এর সিনিয়র টেরিটারি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল রাজ্জাক খান, টেরিটারি এক্সিকিউটিভ এসএম তারিক শাহরিয়ার প্রমুখ। বায়ার ক্রয়সায়েন্স লিঃ দীর্ঘদিন যাবৎ কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় চলতি আমন মৌসুমে সারাদেশে এক লক্ষ প্রান্তিক চাষীর ভাগ্য উন্নয়নে বিনামুল্যে ধানবীজ বিতরণ করা হচ্ছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please