-
- দূর্ঘটনা, সড়ক
- বেপরোয়া টেম্পু কেড়ে নিলো কলেজছাত্রের প্রাণ
- আপডেট সময় : November, 25, 2020, 7:51 pm
- 29 View
পিরোজপুর প্রতিনিধি : বুধবার ভান্ডারিয়া-বানাই সড়কের কানুয়া সরকারি পুকুরের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভান্ডারিয়া উপজেলা পৌর শহরের কানুয়া নামক স্থানে বেপরোয়া গতির একটি টেম্পু কেড়ে নিয়েছে এক কলেজ শিক্ষার্থীর প্রাণ। দুর্ঘটনায় মারা যায় মো. হাসান হাওলাদার (১৭) নামের এক কলেজ ছাত্রে। নিহত ওই কলেজ ছাত্র পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চেঁচরি গ্রামের জুয়েল আহম্মেদ হাওলাদারের ছেলে। সে ঢাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। খবর পেয়ে ফারসার্ভিসের একটি দল উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। থানা পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানান, ওই কলেজ ছাত্র সকাল সাড়ে ৯টার দিকে তার মাকে সাথে করে ভান্ডারিয়ার নানা বাড়ি থেকে নিজ বাড়ির দিকে কৈখালী হয়ে যাচ্ছিলো। টেম্পুর সামনের দিকে চালকের পাশের আসনে বসেছিল সে। বেপরোয়া গতির টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে পড়ে। এ সময় টেম্পুর নিচে চাপা পড়ে মারা যায় হাসান হাওলাদার । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আলী আজিম জানান, ওই কলেজ ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
More News Of This Category