21st, September, 2023, 6:02 pm

বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ছাড়িয়েছে

ডেস্ক সংবাদ : মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। শনিবার সকালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৬৪৫ জনে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ২৮ হাজার ৫৪৯ জন। বর্তমানে করোনায় আক্রান্ত ২৫ লাখ ৬১ হাজার ৮৬৫ জন রোগীর মধ্যে ২৫ লাখ ১৬ হাজার ৮৫৯ জন স্থির অবস্থায় রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৫ হাজার ০৬ জনের অবস্থা গুরুতর। যা আক্রান্তদের দুই শতাংশ। এই ভাইরাসে এ পর্যন্ত সারা বিশ্বে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৮ হাজার ৩৯ জন। কোভিড-১৯ এর ভাইরাসটি বিশ্বের ২১২টি দেশ এবং অঞ্চলে ছাড়িয়ে পড়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please