22nd, September, 2023, 8:19 am

বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে

ডেস্ক সংবাদ : চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে সোমবার বাংলাদেশ সময় দুপুর ০১টা ০৪মিনিট পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫৩ জনে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪৮ লাখ ০৫ হাজার ৫৫৪ জন। তাদের মধ্যে বর্তমানে ২৬ লাখ ২৮ হাজার ৫৮৫ জন চিকিৎসাধীন যার মধ্যে ৪৪ হাজার ৮২১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৮ লাখ ৬০ হাজার ২১৬ জন সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৮ জনে। এ ছাড়া মোট ২২ হাজার ২৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please