21st, September, 2023, 5:41 pm

বিশ্বজুড়ে আক্রান্ত ১৬ লাখ, মৃত্যু ৯৫ হাজার

ডেস্ক সংবাদ : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখে পৌঁছেছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯৫ হাজার। চীনে প্রথম যেদিন নতুন ধরনের এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল, তা মহামারী রূপ নিয়ে ১০০ দিনের মাথায় বিশ্বে মৃতের সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছে গেল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে জনস হপকিন্স ইউনিভার্সিটির টালিতে বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে ১৫ লাখ ৩৭ হাজার মানুষের আক্রান্ত হওয়ার তথ্য আসে। তখন মৃতের সংখ্যা ছিল ৯৩ হাজার ৪২৫। আট ঘণ্টার মাথায় বাংলাদেশ সময় শুক্রবার সকালে আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ১৬ লাখ ১ হাজার, মৃত্যু ৯৫ হাজার ৬০০ ছাড়িয়ে যায়। মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি, দেশটিতে এ পর্যন্ত ১৮ হাজার ২৭৯ জন মারা গেছেন নভেল করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ। মৃতের সংখ্যায় বৃহস্পতিবারই স্পেনকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র উঠেছে দ্বিতীয় স্থানে। দেশটিতে মারা গেছে ১৬ হাজার ৬৮৪ জন। তৃতীয় স্থানে থাকা স্পেনে মৃতের সংখ্যা ১৫ হাজার ৪৪৭ জন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস সংক্রমণের পর প্রথম মৃত্যুটি ঘটেছিল ১১ জানুয়ারি। চীনের বাইরে প্রথম মৃত্যুটি ঘটেছিল প্রায় এক মাস পর ২ ফেব্রুয়ারি ফিলিপিন্সে। সেদিন মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩৬২। মৃতের সংখ্যা ১ হাজারে পৌঁছেছিল ১০ ফেব্রুয়ারিতে। অর্থাৎ প্রথম মৃত্যুর পর মৃতের সংখ্যা ১ হাজারে পৌঁছতে লেগেছিল ঠিক এক মাস। এরপর মৃতের সংখ্যা দুই হাজারে যেতে সময় লাগে ৮ দিন। তার এক মাস পর ১৯ মার্চ মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ায়। বিপর্যস্ত ইউরোপে এরপর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যু। এর মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা গত ৭ এপ্রিল, সেদিন ৭ হাজার ৮৩ জনের মৃত্যু ঘটিয়েছিল নভেল করোনা ভাইরাস। স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ফ্রান্সে, সেখানে সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২২৮। তার পেছনেই রয়েছে যুক্তরাজ্য ৭ হাজার ৯৯৩টি মৃত্যু নিয়ে। তালিকায় ষষ্ঠ স্থানে থাকা ইরানে মৃতের সংখ্যা ৪ হাজার ১১০। ইরানের পরই রয়েছে চীন, যেখান থেকে এই ভাইরাসের প্রথম সংক্রমণ ও প্রথম মৃত্যু ঘটেছিল। পরিস্থিতি সামলে নিয়ে আসা দেশটিতে মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৩৩৯। মৃতের সংখ্যায় চীনের পর রয়েছে যথাক্রমে জার্মানি (২৬০৭), বেলজিয়াম (২৫২৩) ও নেদারল্যান্ডস (২৪০৩)। তালিকায় তাদের নিচে থাকা সুইজারল্যান্ড ও তুরস্কে মৃত্যু এখনও এক হাজারের নিচে। দক্ষিণ এশিয়ায় এ পর্যন্ত ৩২০ জনের মৃত্যু ঘটেছে করোনা ভাইরাসে। এর মধ্যে সর্বোচ্চ ২২৭ জন মারা গেছে ভারতে, পাকিস্তানে মারা গেছে ৬৫ জন। এ ছাড়া বাংলাদেশে ২১ জন এবং শ্রীলংকায় সাতজনের মৃত্যু ঘটেছে। চীন থেকে ছড়িয়ে ইউরোপকে বিপর্যস্ত করার পর এখন যুক্তরাষ্ট্র কোভিড-১৯ মহামারীর কেন্দ্রে পরিণত হয়েছে। মাত্র কয়েকদিনেই যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে বিশ্বের শীর্ষে নিয়ে গেছে দেশটিকে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত এখন সাড়ে ৪ লাখের বেশি, অর্থাৎ বিশ্বে মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগই যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে শুধু নিউ ইয়র্ক রাজ্যে আক্রান্তের সংখ্যাও এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্পেনের চেয়ে বেশি। স্পেনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ২২২ জন। তার পরেই রয়েছে ইতালি, ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন কোভিড-১৯ রোগী নিয়ে। যুক্তরাষ্ট্র, স্পেন ও ইতালির পর লাখের বেশি রোগী রয়েছে কেবল ফ্রান্স আর জার্মানিতে। ফ্রান্সে ১ লাখ ১৮ হাজার ৭৮৩ জন এবং জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ২৩৫ জন। এরপরে রয়েছে যথাক্রমে চীন (৮২৯১৯), ইরান (৬৬২২০), যুক্তরাজ্য (৬৫৮৭২) ও তুরস্ক (৪২২৮২)। দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি আক্রান্ত ব্রাজিলে ১৮ হাজার ১৪৫ জন, আফ্রিকায় সবচেয়ে বেশি রোগী দক্ষিণ আফ্রিকায় ১৯৩৪ জন। এশিয়ায় দক্ষিণ কোরিয়ায় ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, জাপানে এই সংখ্যা প্রায় ৫ হাজার। ইন্দোনেশিয়ায়ও আক্রান্ত ৩ হাজার ছাড়িয়েছে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত এখন ভারতে সাড়ে ৬ হাজারের বেশি। পাকিস্তানে রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। বাংলাদেশে একদিনে শতাধিক রোগী বেড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please