31st, March, 2023, 9:28 am

বিপিএলে ইরফান ও নাইব

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে খেলতে সিলেট স্ট্রাইকার্স দলে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান ও আফগানিস্তানের গুলবাদিন নাইব।
ইরফান ও নাইবের যোগদানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি। ইরফান-নাইবের একসাথে ছবি দিয়ে ক্যাপশনে সিলেট লিখেছে, পাকিস্তানী পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরো শক্তিশালী করে তুলবে দলকে। ইরফানকে সরাসরি চুক্তিতে ও নাইবকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে সিলেট। লিগ পর্বে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮টি জয় ও ২টি হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please