জামালপুর প্রতিনিধি : জামালপুরে সিকদার গ্রুপের মতিয়ারা পাওয়ার প্যাক কোম্পানীর ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পাওয়ার প্লান্টের ভেতর বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সমিটারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত ২এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে বিদ্যুৎ ট্রান্সমিশন উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মার পুড়ে বিকল হয়ে গেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে। তারা প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন কর্মকর্তা মোঃ আফসার উদ্দীন জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে।
জামালপুর শহরের পূর্ব পার্শে বন্দেরপাড়ায় অবস্থিত সিকদার গ্রুপের ১০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন মতিয়ারা পাওয়ার প্যাক কোম্পানীর বিদ্যুৎ প্লান্টে আগুনের খবর ছড়িয়ে পড়লে খবর পেয়ে শত শত উৎসুক জনতা এলাকায় ভিড় জমায়।