নিজস্ব প্রতিনিধি : টেলিভিশনের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনাজপুরের বীরগঞ্জে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয় । আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির জগদল গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশু প্রশান্ত রায় (৭) বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির জগদল গ্রামের অনন্ত রায়ের ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায়, গ্রামের নিজ বাড়িতে শিশু প্রশান্ত বৃহস্পতিবার সকাল ৭টার সময় সবার চোখ ফাঁকি দিয়ে ঘরে টেলিভিশনে সংযোগ লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু প্রশান্ত রায়কে মৃত ঘোষণা করে। বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।