গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার ১১ টায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলে গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান,ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল ও ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়ামিন। এসময় সরকারী কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পায়। পরে অতিথী বৃন্দ ও ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,মিজানুর রহমান রানা,গোলাম সাকলায়েন,শহিদুল ইসলাম,গোলাম ফারুক,জাহাঙ্গী আলম স্টল পরিদর্শন করেন।