6th, June, 2023, 2:55 pm

ত্রাণ সরকা‌রের বা‌ণিজ্য বিকা‌শের

 

নিজেস্ব প্রতিনিধি : আপনি যদি ১ কোটি টাকা বিকাশে ঢুকিয়ে(ক্যাশ ইন করে) এই টাকাটা আবার নিজেই ক্যাশ (আউট) করেন, কত খরচ হবে জানেন?১ লাখ ৮৫ হাজার টাকা। শুধু টাকাটা মোবাইলে ঢুকবে আর বের হবে। আপনার ১ লাখ ৮৫ হাজার টাকা গায়েব হয়ে যাবে। (হাজারে ১৮.৫ টাকা করে)ধরুন এই ১ কোটি টাকা ১০০০ করে দশ হাজার মানুষকে পাঠালেন। প্রতিবার সেন্ড মানিতে ৫ টাকা করে আরো ৫০ হাজার টাকা গায়েব!!! (মোট ২ লাখ ৩৫ হাজার আউট!!!)সরকার ৫০ লাখ গরীব মানুষকে ২৫০০ করে টাকা বিকাশে দেবে। এই টাকাটা শুধু ক্যাশ আউট করতেই মোট ২৩ কোটি সাড়ে বারো লাখ টাকা গায়েব হয়ে যাবে!! ভাবতে পারেন? (এই তেইশ কোটি টাকা ২৫০০ করে দিলে আরো ৯২০০০ গরীব মানুষকে দেয়া যায়!) এক হাজার টাকা যদি মোট ২০০ জন মানুষ শুধু সেন্ড মানি করে তাইলে এইটা হাওয়া হয়ে যায়!!বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় কি এই ডিজিটাল ডাকাতির কথা জানে না?

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please