3rd, December, 2023, 2:00 pm

বিএনপি সমর্থিত প্রার্থী বেগম মেহেরুন্নেসা হকের গণসংযোগ

মোঃ সোলায়মান হোসেন : জমে উঠেছে রাজধানীর উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন।  প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আসন্ন ঢাকা ‍উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (সংরক্ষিত আসন-৩) ২,৩ ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও পল্লবী থানা মহিলা দলের সাধারণ সম্পাদক  বেগম মেহেরুন্নেসা হক(আনারস মার্কা) গণসংযোগ ও লিফলেট বিতরন করেন। এই সময় বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক তার সঙ্গে ছিলেন। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৫নং ওয়ার্ডের  মিরপুর ১১ নম্বর নান্নু মার্কেট, বেহারি ক্যাম্প,১১ নম্বর এ ও বি ব্লক, বাউনিয়াবাঁধ-এ ও ডি ব্লক, ও ২  নং ওয়ার্ডের বিভিন্ন  এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ  করেন। বিএনপি সমর্থিত প্রার্থী ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও পল্লবী থানা মহিলা দলের সাধারণ সম্পাদক  বেগম মেহেরুন্নেসা হক বলেন, গতবার শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে ছিলাম, এবারও শেষ সময় পর্যন্ত লড়ে যাব। যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগন ভোট কেন্দ্রে যেতে পারে এবং তারা তাদের  ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে আমি জয়ী হব ইনশাআল্লাহ। আমার দলের প্রতিটি নেতাকর্মী আমার পাশে রয়েছে। আবার কাউন্সিলর নির্বাচিত হলে একটি আদর্শ (২,৩ ও ৫নং) ওয়ার্ড উপহার দেব। বিএনপি সমর্থিত প্রার্থী আজকের প্রসঙ্গকে  বলেন, এলাকার বাসিন্দাদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন মুলত  কাজ করেছি। সুখে-দুঃখে, বিপদ-আপদে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে জলাবদ্ধতা নিরসন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করব। এই ২,৩ ও ৫ নং ওয়ার্ডের জনগণ সব সময় আমার সাথে ছিল এখনো আছে।গতবার নির্বাচনে জনগণের  বিপুল ভোটে জয়লাভ করেছিলাম।  এবারো আমার ২,৩ ও ৫নং ওয়ার্ড এর জনগণ আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়জুক্ত করবে বলে আমি আশা করি। এই সময় তার সাথে ছিলেন বিএনপি নেতা আশ্রাফ আলী গাজী, বাচ্চু,আলমগীর, আমিন,যুবদলের শাহীন গাজী,মহিলা দলের ফিরোজা বেগম, সেতারা ,রেহানা ছাত্রদল নেতা জাফর,মাসুদ সহ পল্লবী থানার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please