8th, December, 2023, 2:50 pm

বিএনপি-জামায়াতসহ অশুভ শক্তির বিরুদ্ধে শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :  বিএনপি-জামায়াতসহ অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে আজ শনিবার রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জুরাছড়ি উপজেলার ১নং জুরাছড়ি ইউনিয়ন ও ২নং বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিরঞ্জীব চাকমা, পবন বিকাশ চাকমা, ২নং বনযোগীছড়া ইউনিয়নের চেয়ারম্যান  সন্তোষ কুমার চাকমা, ১নং জুরাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার চাকমা, সাধারণ সম্পাদক বাবু মিন্টু চাকমা, ২নং বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কৃষ্ণ মোহন চাকমা, সাধারণ সম্পাদক ব অনুপম চাকমা, কৃষকলীগের সভাপতি অনিল কান্তি চাকমা, ছাত্রলীগের সভাপতি মোহর চাকমাসহ জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার লংগদু, কাউখালী, কাপ্তাইসহ বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please