4th, October, 2023, 10:09 pm

বিআরটিসির ডবল ডেকার বাস চলাচল বন্ধ

রংপুর প্রতিনিধি : রংপুরে বিআরটিসির ডবল ডেকার বাস চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন এখানকার শত শত যাত্রী। পাশাপাশি এ পরিবহন বন্ধ থাকায় সরকার প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা রাজস্ব হারাচ্ছে। বিআরটিসির রংপুর ডিপোর কর্মকর্তারা জানান, রংপুর জেলা মোটরমালিক সমিতির বাধার কারণে ডবল ডেকার বাস চলাচল বন্ধ রয়েছে। রংপুর মোটরমালিক সমিতির নেতারা জানান, সরকারি যে আইন রয়েছে তাতে সিটি কর্পোরেশনের বাইরে এসব ডবল ডেকার বাস চলাচল করতে পারবে না। সে কারণে বাধা দেয়া হয়েছে। রংপুর বিআরটিসির ডিপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক জানান, রংপুরের পাগলাপীর থেকে পীরগঞ্জ ও বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত বিআরটিসির ৮টি ডবল ডেকার বাস চলাচল করে। ভাড়া কম হওয়ায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করে। কিন্তু রংপুর মোটরমালিক সমিতির বাধার কারণে রোববার দুপুর থেকে তারা বাসগুলো চলাচলে বাধা সৃষ্টি করে। রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ৮টি বাস আটকে রাখে। ডিপুর এ কর্মকর্তা জানান, ডবল ডেকার বাসে প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও নারীদের আলাদা আসন ব্যবস্থা সংরক্ষিত। প্রতিবন্ধীদের ভাড়া নেয়া হয় না। গত বছরের ১৮ মে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বাসগুলোর উদ্বোধন করেন। এরপর থেকে বাসগুলো এ রুটে চলাচল করছিল। যাত্রীরা জানান, আধুনিধ সুযোগ সুবিধার এই বাসগুলো বেশ আরামদায়ক। তারা অল্প খরচে বাসে যাতাযাত করতে পারে। বাসগুলো বন্ধ থাকায় তারা বিপাকে পড়েছেন। রংপুর জেলা মোটরমালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম আজিজুল ইসলাম রাজু জানান, বিআরটিসির বিপুল সংখ্যক বাস রংপুরের বিভিন্ন রুটে চালাচল করে। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সিটি কর্পোরেশনের বাইরে ডবল ডেকার বাস চলাচল করতে পারবে না।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please