3rd, October, 2023, 6:49 am

বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক :  গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরে ১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৩৫ জন ভর্তি আছে। যার মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২০ জন। ১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৬৫৮ জন। এর মধ্যে ঢাকায় ৩১৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি রোগী ৩৪৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের। এ ছাড়া ডেঙ্গু রোগে আক্রান্ত ৬১৫ জন ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরে গেছে। এর মধ্যে ঢাকায় ২৯৩ জন, ঢাকার বাইরে ৩২২ জন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please