নিজস্ব প্রতিনিধি : গোবিন্দগঞ্জে বাস চাপায় পাওয়ার ট্রিলার চালকের মৃত্যু হয়। উপজেলার ঢাকাণ্ড রংপুর মহাসড়কের বকচর ( আলু ষ্টোর) এলাকায় সোমবার রাত ৯টার দিকে ঢাকা গামী শ্যামলী পরিবহনের চাপায় পাওয়ার ট্রিলার চালক নিহত হয়। নিহত মঞ্জুরুল ইসলাম (৫০) উপজেলার গোয়ালপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে। জানা যায়, ফাসিতলা থেকে পাওয়ার ট্রিলারটি মেরামত করে বাড়ী ফেরার পথে বকচর (আলু ষ্টোর) স্থানে আসলে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন ওভার টেকিং করার সময় পাওয়ার ট্রিলারকে চাপা দিলে পাওয়ার ট্রিলারটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় পাওয়ার ট্রিলারের চালক এবং অপর এক কিশোর আহত হয়। আহতদের হাসপাতারে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মঞ্জুরুলকে মৃত ঘোষনা করেন।