6th, June, 2023, 3:01 pm

বাংলাবান্ধায় আমদানি রপ্তানী কার্যক্রম শুরু

নিজেস্ব প্রতিনিধি :  বাংলাবান্ধায় স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনে আমদানী রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে ভ’টান থেকে পাথর আমদানীর মধ্যদিয়ে এই কর্যক্রম শুরু হয়। এসময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্রসাহা, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, আমদানি রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমদানী রপ্তানী শুরু হওয়ার ফলে বন্দরটিতে চাঞ্চল্য ফিরে এসেছে । করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ সারাদের সকল স্থল বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয় সরকার । এতে বেকার হয়ে পড়ে বন্দরের ব্যবসায়ী, শ্রমিক সহ বন্দর সংশ্লিষ্ট অন্যান্য কর্মজিবীরা । বেশ কিছু দিন ধরেই তারা স্বাস্থ্য বিধি মেনে বন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম শুরু করার দাবী জানিয়ে আসছিল । সর্বশেষ গত ১১ জুন জেলা প্রশাসনের আয়োজনে বন্দর সংশ্লিষ্ট একটি সভায় স্বাস্থ্য বিধি মেনে আমদানি রপ্তানী কার্য়ক্রম শুরু করার সিদ্ধান্ত হয়। জানা গেছে, এই বন্দর দিয়ে প্রতিদিন ৪ থেকে ৫’শ ট্রাক মালামাল নিয়ে যাতায়াত করলেও করোনা পরিস্থিতির কারণে বর্তমানে ১’শ টি ট্রাক যাতায়াতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রবেশ পথে বিজিবির পরিচালনায় প্রতিটি ট্রাককে সেনিটাইজ করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা ট্রাক ড্রাইভারদের থার্মাল স্কেনার দিয়ে তাপমাত্রা পরিমাপ করছেন। দীর্ঘদিন পর আমদানী রপ্তানী শুরু হওয়ায় কর্ম চাঞ্চল্য দেখা দিয়েছে বন্দরে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please