8th, December, 2023, 4:38 pm

বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত প্রবেশ পথ

টাঙ্গাইল প্রতিনিধি :  সোমবার থেকে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় করোনা মহামারী ঠেকাতে ৯টি ওয়ার্ডের পৌর কাউন্সিল গন নিজ উদ্যোগে বন্ধ করে দিয়েছে সদরে ঢোকার রাস্তা  । পৌরএলাকার,খরাবর,দক্ষিনপাড়া,উত্তরপাড়া,পশ্চিমপাড়া,রতনপুরমোড়,হালুয়াপাড়া,চান্দসী সহ প্রায়১৫টি মোড়ে রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে কোন প্রকার যানবাহ যাতে চলা ফেরা না করতে পারে জন্য বন্ধ করে দেওয়া হয়েছে া হয়েছে । উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কোন মানুষ যাতে যানবাহন নিয়ে সদরে ঢুকতে না সে জন্য ব্যাবস্থা করে হয়েছে বলে সাধারণ জনগন জানায় । ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান পৌরসভায় প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার বিষয়ে মুঠোফোনে জানায় আমার ১৪তারিখ পর্যন্ত পৌর এলাকায় যাতে কোন প্রকার যানবাহন ঢুকতে না পারে সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please