21st, September, 2023, 5:15 pm

বন্ধের পর ফের চালু

নিজেস্ব প্রতিদিন : করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আবারও ঢাকা-লন্ডন ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তিন মাস বন্ধের পর রোববার (২১ জুন) ১৮৭ জন যাত্রী নিয়ে বেলা ১২টা ২ মিনিটে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বিমানের ড্রিমলাইনার ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ দিয়ে লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, লন্ডনের ফ্লাইটের শিডিউল ফ্লাইটটি বেলা ১২টা ২ মিনিটে ১৮৭ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। করোনায় বন্ধ হওয়ার পর বিমানের প্রথম ফ্লাইট এটি।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please