30th, May, 2023, 10:35 pm

দিনাজপুরে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ডিবির এক এএসআই ও এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেছেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের নশনদিঘী তাজপুর সরকারপাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী হলেন-দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ির লাইনপাড়-সিপাহীপাড়া এলাকার মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী ওরফে রসমত আলী (৪০) ও শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড লাইনপাড়-সিপাহীপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে আবুল কাশেম কাইশা (৩৬)। তাদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় ১৭/১৮টি মাদক মামলা রয়েছে। এছাড়া আহত ডিবি পুলিশের সদস্যরা হলেন-এএসআই নাহিদ হাসান ও কনস্টেবল মাহাবুব আলম। তাদেরকে গুরুতর আহতাবস্থায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সোমবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেছেন।  প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ১২ জানুয়ারি রোববার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের নশনদিঘী তাজপুর সরকারপাড়া গ্রামের কবরস্থানের পার্শ্বে ডিবি পুলিশের একটি টহল দল অবস্থান করছিল। এ সময় ভারত সীমান্তের দিক হতে আনুমানিক ১০-১২ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী লোক ডিবি পুলিশের কাছাকাছি আসতে থাকলে তাদেরকে গ্রেপ্তার করার জন্য অগ্রসর হয়। এ সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারী গুলি ছুড়তে থাকে। পরক্ষণে ডিবি পুলিশ তাদের নিরাপত্তার স্বার্থে পরপর ৪ রাউন্ড গুলি ছুড়ে। এতে অস্ত্রধারীরা ছত্রভঙ্গ হয়ে গুলি ছুড়তে ছুড়তে পিছনের দিকে পালিয়ে যায়। এরইমধ্যে ডিবি পুলিশের সংবাদে কোতোয়ালি থানার টহলরত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে। পুলিশ সুপার আরো জানান, ঘটনাস্থলে তল্লাশি করে আহতাবস্থায় দুই পুলিশ সদস্যকে ও দুই মাদক ব্যবসায়ী দলের সদস্যকে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পুলিশের ভ্যানে করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত মাদক ও চোরাকারবারী দলের দুই সদস্যকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীদের ব্যবহার করা একটি সচল ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, ৩টি ব্যাগে ১৫০ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান। পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, নিহত মাদক ব্যবসায়ী আবুল কাশেম ওরফে কাইস্যার স্ত্রী,ভাই,শ্বাশুড়ী, দুই ছেলে এবং মেয়েও মাদক ব্যবসায়ী। প্রেসব্রিফিংয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজিম উদ্দিন, শচীন চাকমা, ডিবি ওসি এটিএম গোলাম রসুল, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবি দুলালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please