টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামে বজ্রপাতে জামাল মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া ওই গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে। এ ব্যাপারে আনেহলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার মো. শাজাহান বলেন, সন্ধ্যার দিকে ঝর বৃষ্টির মধ্যেই কৃষক জামাল মিয়া ক্ষেতের চকের মধ্যে ধানের খরের পালা দিতে যায়। ধানের খর পালা দেয়ার এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু।