21st, September, 2023, 1:48 pm

বগুড়ায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :  বগুড়ার ৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে দুটি আসনে ভোট গ্রহণ শুরু হয়। এরপর বিকেল ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলে। বগুড়া- ৬ আসনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু। সকাল থেকেই ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে আসেন। বগুড়া ৬ আসনের পিটিআই সেন্টারের এক নারী ভোটার জোবাইদা আখতার জানান, ভোট প্রদান করা একজন নাগরিকের অধিকার। অনেক কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।

বগুড়া শহরের জিলা স্কুল সেন্টারে দুপুরে দিকে ভোট দিতে আসা এক নারী ভোটার সেবিকা রানী দাস বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত  হয়েছে। তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। কিছু কিছু সেন্টারে দুপুরের দিকে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা গেছে। বগুড়া ৪ -আসনেও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থীসহ ১১ জন এবং বগুড়া-৪ আসনে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please